Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

      হবিগঞ্জ সদর উপজেলা হবিগঞ্জ জেলার প্রানকেন্দ্রে অবস্থিত । ১৯৮৪ সালে গঠিত অত্র উপজেলার ইতিহাস সুদীর্ঘকালের । ঐতিহাসিক সুলতানসী হাবিলির প্রতিষ্ঠাতা মধ্যযুগের মহাকবি সৈয়দ সুলতান এর অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লার পুত্র সৈয়দ হাবিবুল্লার নামানুসারে খোয়াই নদীর তীরে হবিগঞ্জ নামে একটি বাজার প্রতিষ্ঠিত হয় । উক্ত বাজারকে কেন্দ্র করে ১৭ এপ্রিল ১৮৯৩ খ্রিঃ হবিগঞ্জ সদর থানা গঠিত হয় । অত্র উপজেলা প্রাকৃতিক সম্পদ ও প্রাচীন সংস্কৃতির তীর্থকেন্দ্র হলেও শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উন্নতি লাভ করার যথেষ্ট সু্যোগ রয়েছে।

       তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে অধিকতর সুখী ও সমৃদ্ধশালী হবিগঞ্জ গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি । সে লক্ষ্য অর্জনের নিমিত্ত হবিগঞ্জ সদর উপজেলাকে তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করার জন্য সরকারের সহযোগিতা এবং দিক-নির্দেশনায় এক মহা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে । তারই অংশ হিসেবে দেশের সকল উপজেলার ন্যায় হবিগঞ্জ সদর উপজেলার ওয়েব-পোর্টাল তৈরি করা হয়েছে । যার মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত হতে যেকোন মানুষ অল্প সময় ও শ্রমে হবিগঞ্জ সদর উপজেলাকে জানতে পারবে । এই অয়েব পোর্টালের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলাকে অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তারপরও অত্র ওয়েব-পোর্টাল সম্পর্কে যেকোন বস্তুনিষ্ঠ মতামত সাদরে গ্রহণ করা হবে ।     

      উপজেলা প্রশাসনের কাছে অত্র উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এ ওয়েব-পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি ।

 

 

 

মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী

উপজেলা নির্বাহী অফিসার

হবিগঞ্জ সদর ।