Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হবিগঞ্জ সদর উপজেলার পটভূমি

ঐতিহাসিক সুলতানসী হাবিলির প্রতিষ্ঠাতা মধ্যযুগের মহাকবি সৈয়দ সুলতান ওরফে মিনার অধস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহ্ পুত্র সৈয়দ হাবিবুল্লাহর নামানুসারে হাবিবগঞ্জ নামে খোয়াই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। উক্ত বাজারকে কেন্দ্র করে ১৭ এপ্রিল ১৮৯৩খ্রি. হবিগঞ্জ সদর থানা গঠিত হয়। ১৮৯৩খ্রি. এর শেষের দিকে হবিগঞ্জকে মহকুমা হিসেবে গণ্য করে লস্করপুর হতে প্রশাসনিক ইউনিট হবিগঞ্জে স্থানান্তরিত হয়। পরবর্তীতে একে ১০টি ইউনিয়ন ও ০২টি পৌরসভা নিয়ে ১৯৮৪  সালে উপজেলা প্রতিষ্ঠা হয়।